|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার মায়ানমারের রাজধানী নাইপিদাও-য়ে আদালতের রায়ে পাঁচ বছরের জেলের সাজা হয় নোবেলজয়ী নেত্রী আং সান সু কির। সবমিলিয়ে মায়ানমারের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ১৮টি অভিযোগ রয়েছে। সব মামলায় দোষী প্রমাণিত হলে ১৯০ বছরের জেল হতে পারে সু কি’র।
যদিও তাঁর সমর্থকদের দাবি গোটা বিচার প্রক্রিয়াই মেকি এবং জুন্টার নির্দেশেই সু কি-কে ফাঁসানো হয়েছে।
আদালতের রায়ের বিরোধিতায় সরব হয়ছে আন্তর্জাতিক মঞ্চ। দ্রুত সু কি’র মুক্তি দাবি জানিয়েছে বিভিন্ন দেশ। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখেও কিছুতেই মাথা নত করতে চাইছে না জুন্টা।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকেই সেনার নির্দেশে গৃহবন্দি মায়ানমারের নেত্রী আং সান সু কি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ক্যু-এর প্রায় চার মাস পর গত মে মাসে প্রথমবার তাঁকে আদালতে তোলা হয়। সেখান থেকে আইনজীবীর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি।