|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি সব সময় খবরের শিরোনামে অবস্থান করেন। সম্প্রতি তাদের দুইজনের টিউলিপ বাগান এ তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই সোমবার শোভন চ্যাটার্জি তার প্রিয় বান্ধবী বৈশাখী ব্যানার্জির ঘটা করে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
শোভন চ্যাটার্জীর স্ত্রীর সাথে তার তিক্ততা ক্রমশই বেড়েছে। সোমবার দিন ঘটা করে বৈশাখী টিভির জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিজের হাতে তিনি বৈশাখী কে কেক খাইয়ে দেন। চিরাচরিত ম্যাচিং করে পোশাক পরেছিলেন দুইজনেই। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা।