|
---|
সেখ সামসুদ্দিন : ৬ নভেম্বর প্রেট্রোলের দাম আকাশছোঁয়া ,জামালপুর ব্লকের ইসলামপুরে বোনের বাড়িতে ফোঁটা নিতে বাইক বা গাড়ি ছেড়ে সাইকেলে পাড়ি আপ ডাউন ৬০কিমি রাস্তা। বিনাব্যায়ের মাধ্যম সাইকেলই হয়ত ভবিষ্যত। তাই ভাইয়ের সাথে সাথে সাইকেলকেও ভাইফোঁটা বোনের, দীর্ঘজীবি হোক সাইকেল। মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ জানালো আজ পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।