|
---|
আজিজুর রহমান : সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদনীপুরের দীঘাতে। এদিন দুপুর আড়াইটার নাগাদ ওই সম্মেলন করা হয়। দুপুরের পর প্রথম পর্যায়ের আলোচনায় সংগঠনের বিভিন্ন কার্যবলী ও কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোকপাত করেন সংগঠনের কর্মকর্তারা। পরে ভবিষ্যতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সম্পাদক মহঃ কামরুজ্জামান। ওই সম্মেলন সফল করতে শুক্রবার রাত থেকেই রাজ্যের সমস্ত জেলার সংগঠনের প্রায় পাঁচশো সদস্য যোগদান করেন। সম্মেলন দুইদিন ধরে চলে। আগত সদস্যদের থাকাও ও খাওয়ার ব্যাবস্থা করা হয় রাজ্য নেতৃত্বর পক্ষ থেকে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন, রাজ্য তথা দেশের বঞ্চিত মানুষের জন্য আমরা শুরু থেকেই লড়াই করে আসছি। যেখানেই সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার নেমে এসেছে সেখানে তারা প্রতিবাদে গর্জে উঠেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের সংখ্যালঘুদের বিভিন্ন ভাবে বঞ্চনা করেছিলেন কেন্দ্রীয় সরকার। তারজন্য তাদের দলীয় প্রতিনিধিদল দিল্লীর যন্তরমন্তরে গিয়ে সংখ্যালঘুদের বঞ্চনা নিয়ে আন্দোলন করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দপ্তরে দরখাস্ত দেন। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দপ্তর চিঠি দিয়ে তাদের দাবী পুরনের আশ্বাস দিয়েছেন। তার দাবী, সংবিধানের দেওয়া অধিকার নিয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করাই হল তাদের মুল মন্ত্র। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে এই সংগঠন এমন ভাবেই কাজ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদক মহঃ কামরুজ্জামান, সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, জামাত ইসলামী হিন্দ এর কর্মকর্তা মহঃ নুরুদ্দিন, আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ আয়াতুল্লা ফারুক, মওলানা আনোয়ার কাসেমী, মহঃ সালাউদ্দিন, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সফিকুল ইসলাম, বিভিন্ন জেলা তথা ব্লকের সংগঠনের কর্মকর্তারা।