|
---|
জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম নেতৃত্বে স্যানিটাইজা স্প্রে করা হল
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জলঙ্গি বাজারের একাধিক জায়গা ও বিভিন্ন সরকারি অফিসে আজ জলঙ্গি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনেটারি স্প্রে করা হলো।
এদিন জলঙ্গি মুল বাজার থেকে শুরু করে জলঙ্গি মাছ বাজার, সব্জি বাজার, মুদি বাজার সহ বিএসএফ ক্যাম্প ও বিডিও অফিস সব নিজে হাতে দমকল কর্মীদের নিয়ে স্প্রে করলেন রাকিবুল ইসলাম।
আজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নির্দেশে করোনা মোকাবিলায় সমগ্র জলঙ্গি বাজার সানিটাইজ স্প্রে করা হল।