বিধায়ক ইদ্রিস আলী খাদ্য সামগ্রি বিতরণ

বিধায়ক ইদ্রিস আলী খাদ্য সামগ্রি বিতরণ

     

    নতুন গতি ওয়েব ডেস্ক:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেতে পেলে পশ্চিমবঙ্গের সকল মানুষ ও খেতে পাবেন এমনটি বললেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি সকল মানুষের কাছে বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর প্রতি আস্থা রাখুন,তিনি সকলকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করছেন।তিনি একদিকে যেমন পুলিশ প্রশাসন কি ভাবে কাজ করবেন তাদের নির্দেশ দিচ্ছেন, তেমনি নিজের হাতে গরিব মানুষদের হাতে খাদ্য ও তুলে দিচ্ছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হতে পেরে উলুবেড়িয়ার মানুষের কাছে কৃতজ্ঞ।আমি উলুবেড়িয়া বাজার পাড়ায় বাসস্থান করেছি,এখানকার ভোটার হয়েছি।এই করোনা মহামারীর সময়ও পূর্ব কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি।
    ইতি মধ্যেই দুবার আমার সাধ্যমতো খাদ্য দ্রব্য দুটি অঞ্চল সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য তুলে দিয়েছি।আজ থেকে আবার পৌরসভার ৩২ টি ওয়ার্ড এ চাল,আলু,পিঁয়াজ দেওয়া শুরু করেছি।দু তিনদিন ধরে সমস্ত ওয়ার্ড এর অন্তর্গত প্রতিটি বুথ এ যাতে খাদ্য দ্রব্য পৌঁছে যায় তার ব্যাবস্থা করছি।পৌরপ্রধান, উপ পৌরপ্রধান, ব্লক সভাপতি,সমস্ত কাউন্সিলর সহ ওয়ার্ড সভাপতিদের কাছে অনুরোধ যাতে প্রত্যেকটি বুথের গরিব মানুষদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে যায় তার ব্যাবস্থা করবেন।কেউ যাতে অভিযোগ না করে যে আমাদের বুথে কিছুই পেলামনা।আরো উল্লেখ থাকে যে গতকাল ১৯শে এপ্রিল রবিবার সন্ধ্যায় রঘুদেব পুর অঞ্চলেও গরীব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক ইদ্রিস আলি, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি পল্লব গাঙ্গুলি,প্রধান তিথি দোলুই,উপপ্রধান জুবের আলম,সঞ্জয় মাইতি সহ সকল নেতৃত্ব বৃন্দ।
    নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।