মুর্শিদাবাদের ডোম কলের স্কুলের মিড ডে মিলের চাল ও আলু কম দেবার অভিযোগ

মুর্শিদাবাদের ডোম কলের স্কুলের মিড ডে মিলের চাল ও আলু কম দেবার অভিযোগ

    এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:বর্তমানে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছে, রাজ্যের মানুষ কোনো রকম যেন অনাহারে না থাকে।

    সেই দিকে লক্ষ্য রেখে কখনো রেশন ডিলারের মাধ্যমে কখনো বা আইসিডিএস, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মিডডে মিলের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যাবস্থা করে, ঘরে ঘরে পৌছে দিয়েছে খাদ্য সামগ্রী।

    ইতিমধ্যে প্রথম বারের খাদ্য সামগ্রী বিলিবণ্টন করাও হয়েছে রাজ্য সমস্ত এলাকায়।

    রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ দ্বিতীয় বারের খাদ্য সামগ্রী বিলিবণ্টনের সময় একাধিক অভিযোগ উঠল ডোমকল পার’রঘুনাথপুর কামাল উচ্চ বিদ্যালয়ে হেড মাস্টারের বিরুদ্ধে। খাদ্য সামগ্রী আত্মসাৎ ও কম দেওয়া হচ্ছে বলে স্থানীয় অভিভাবকরা, মাস্টারকে ঘিরে ব্যাপক উত্তেজনা চড়ালে। স্থানীয় সূত্রে খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশ অফিসার ও ডোমকল মহাকুমা পুলিশ অফিসারকে।
    খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের তৎপরতায় সঠিক পরিমাণে চাল,আলু বিতরণ প্রক্রিয়া শুরু হয়।