|
---|
আজাহারউদ্দিন : লকডাউন মেয়াদ বৃদ্ধি হওয়ার ফলে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং করোনা ভাইরাস মোকাবিলার পাশাপাশি জনসচেতনতা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাকা চেকিঅং শহরের বিভিন্ন জায়গায় স্যানিটারি, হান্ড ওযাস, মাস্ক বিতরন করা হয আরামবাগ পুরসভার পক্ষ হতে,এদিন আরামবাগ শহরে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ভবঘুরে ও অসহায় দুঃস্থ মানুষের চাল,আলু, পিঁয়াজ, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের হাতে তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দলীপ যাদব, উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা,ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, যুব নেতা সেখ বেলাল , পলাশ রায় সহ স্থানীয় তৃণমূল ও নেতৃত্ব কর্মীবৃনদ, জেলা সভাপতি দলীপ যাদব বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ কোনো মানুষ না খেয়ে না মারা যায়,রাজ্য সরকার সর্বদা আপনাদের সাথে আছেন, লকডাউন মেনে চলুন, নিজেকে গৃহবন্দি করে রাখুন, পাশের বাড়ির মানুষদের সাহায্য ও সাধ্যমত চেষ্টা করুন, লকডাউন সফল করতে হলে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে বলে জানান ।