মেমারির বিধায়িকা উদ‍্যোগে ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সহযোগিতায় মেমারি শহরের স‍্যানিটারাইজ করা হয়।

সেখ সামসুদ্দিনঃ মেমারির বিধায়িকা নার্গিস বেগমের উদ‍্যোগে মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সহযোগিতায় মেমারি শহরের পোষ্ট অফিস, সবজি বাজারগুলি, মাছবাজারগুলির সর্বত্র স‍্যানিটারাইজ করা হয় অগ্নি নির্বাপক দপ্তরের মাধ‍্যমে। মেমারি বাজারের পর রসুলপুর বাজারে যায় স‍্যানিটাইজ করতে। মেমারির বিধায়িকা নার্গিস বেগমের উদ‍্যোগে হলেও বিধায়িকার ভ্রাতৃবিয়োগের কারণে তিনি সশরীরে উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করেন। মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা বলেন মেমারি শহর স‍্যানিটাইজ করার জন‍্য ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে পঞ্চাশ লিটার ফিনাইল ও দশ লিটার ডিটল দেন। উপস্থিত ছিলেন ব‍্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক, সহ সদস‍্যবৃন্দ।