|
---|
সেখ সামসুদ্দিন, ২৪ আগস্টঃ মেমারি ১ ব্লক অফিসে সিপিআইএমের পক্ষ থেকে সাত দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। বিডিও না থাকায় জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ ডেপুটেশন গ্রহণ করেন। বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার শেষে মেমারি শহরের মধ্য দিয়ে মিছিল করে থানায় আসে ডেপুটেশন দিতে। থানার গেট বন্ধ থাকায় মিছিল ঘুরিয়ে নিয়ে চকদিঘি মোড়ে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। দলীয় কিছু নেতৃত্ব থানায় যান ডেপুটেশন দিতে। দাবি সমূহের মধ্যে ভোট লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনার ঘর সহ অন্যান্য কাজ জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্যকে আড়ালে রেখে করা যাবে না, বেকারদের কর্মসংস্থানের দাবী সহ নানাবিধ। বিডিও অফিসের সামনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য অভিজিৎ কোঙার এবং চকদিঘী মোড় জিটি রোডে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য সুকান্ত কোঙার। এই দুই জায়গায় বক্তব্যে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও দোষী সাব্যস্ত করে তারা দাবি করেন এই ডেপুটেশন শুধুমাত্র প্রতীকি, আসল লড়াই তারা জনগণকে নিয়ে লড়বে।