|
---|
আয়ুব আলি,উওর২৪পরগনা : সম্প্রতি উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতি নদীর পার্শ্ববর্তী এলাকায় বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত মূর্তি ও স্মৃতি ফলক পরিদর্শন করেন নজরুল চর্চা কেন্দ্র (বারাসাতের) সভাপতি অধ্যক্ষ ড: শেখ কামালউদ্দিন সাহেব। তিনি পরিদর্শন কালে ইছামতি নদীর তীরে অবস্থিত নদীর চরে স্মারক টি বর্তমানে যে অবস্থায় আছে সেটি আগামী দিনে নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করেন এবং সংশ্লিষ্ট টাকি পৌর প্রশাসন ও স্থানীয় সাধারণ মানুষের কাছে আবেদন করেন স্মারক স্তম্ভটির যথাযথ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য।