খাবারের পরিমাণও কম, মানও খারাপ, একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ পাকুরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা : মাঝেমধ্যেই বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। খাবারের পরিমাণও কম। মানও খারাপ। একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগের তির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে তাঁর পালটা দাবি, রান্না ভালই হয়। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বিশাল পুলিশবাহিনী আসে। এ প্রসঙ্গে দুবরাজপুরের সিডিপিও প্রবীর বিশ্বাস জানান, “ঘটনার কথা শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।”

     

    পাকুরিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নানা অজুহাতে মাঝেমধ্যেই বন্ধ থাকে। খাবার দেওয়া হয় নিম্নমানের। এমনকী, খাবারের পরিমাণেও থাকে কম। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীর। এমনকী, আজ কেউ ওই রান্না করা খাবারও পর্যন্ত নেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানা পুলিশ।

    জানা গিয়েছে, পাকুরিয়ার ২, ২৭৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ২০১৮ সালে তৈরি হয়েছে। একজন কর্মী নিয়েই পথ চলা শুরু হয়। এই কেন্দ্রে প্রথম থেকেই কোনও সহায়িকা বা হেল্পার নেই। ওই অঙ্গনওয়াড়ি কর্মী আলেমা খাতুন সবদিক সামলান দাবি তাঁর। তিনি বারবারঅসুবিধার কথা জানালেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি। আলেমা খাতুন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বরং জানাচ্ছেন, “বারবার এই ধরনের ঘটনা ঘটছে। খাবারের কী কী জিনিস, কত পরিমাণ দিচ্ছি,তা দেখার জন্যও বারবার বলা হয়েছে গ্রামবাসীদের। একাই সবদিক দেখতে হয়। ভীষণ অসুবিধার মধ্যে রয়েছি।”