একাড়িয়া ইসলামীয়া ক্লাবকে হারিয়ে আঙ্গারিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের জয়লাভ

নজরুল মণ্ডল বাঁকুড়া: পশ্চিম গড়বেতা ব্লকের নামোজবা ইসলামীয়া ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী ফুটবল খেলার চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি একাড়িয়া ইসলামী ক্লাব বনাম আঙ্গারিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ , জয় ছিনিয়ে নিল আঙ্গারিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ ,

    আজ নামোজবা ইসলামীয়া ক্লাবের ফুটবল মাঠে চুড়ান্ত পর্যায়ের খেলায় মেতে ওঠে দুই দলের খেলোয়াড়েরা তাদের খেলার জাদু দেখে মুগ্ধ হয়ে দর্শকদের করতালি দিতে দেখা যায় ,


    প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেননি বিরতির পর পুনরায় রুদ্ধশ্বাস খেলা দেখা যায় কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলই গোল করতে না পারাই ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিস্পত্তি হয় এবং ৫-৪ গোলে একাড়িয়া ইসলামীয়া ক্লাবকে হারিয়ে আঙ্গারিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ জয়লাভ করে।


    এদিন খেলার শেষে ট্রফি হাতে নিয়ে নাচতে দেখা যায় সকলকে পরে যুব সংঘ ক্লাবের দল ম্যানেজার জানান আমাদের ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন খেলায় অংশ নিয়ে আমরা জয়লাভ করে থাকি এবারেও সেই ধারা অব্যাহত র‌ইল ।