|
---|
মুর্শিদাবাদের সাগরদিঘিতে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : গত রবিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার গানটা গ্রামের এই ঘটনা, যেখানে ঘড়ের মধ্যে এক মহিলার গলা কাটা মৃত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য পুরো সাগরদিঘিতে। রবিবার রাতে এই মহিলার গলা কাটা মৃত দেহ উদ্ধার হয়, গ্রামবাসীরা জানার সাথে সাথে সাগরদিঘি থানায় খবর দেই, থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃত্যু দেহ পাঠায়।
মৃত মহিলার নাম আখতারি বিবি দীর্ঘ ২৫ বছর বিয়ে হওয়া হয়েছে কিন্তু সন্তান হয়নি যার কারণে স্বামীর সাথে মেলা মেসা নেই। ২০ বছর থেকে গানটা গ্রাম বাপের বাড়িতেই থাকে আখতারি। রবিবার রাতে বাপের বাড়িতেই গলা কাটা মৃত দেহ উদ্ধার হয়, বাড়িতে তার বোন জানতে পাড়ায় এলাকা বাসীকে খবর দেই। পরিবারের তরফে জানানো হয় সন্তান না হওয়ায় মহিলার মানসিক সমস্যায় ভুগছিল, ও হার্টের রোগ ছিল চারদিকের সমস্যা সহ না করতে পেরে জীবন দিয়ে দিয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আখতারি আত্মহত্যা করেছে না খুন করা হয়েছে।