শিক্ষক নেতৃত্ব প্রয়াত নেপাল ঘোষের তৃতীয় বার্ষিক স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’র(এবিপিটিএ) প্রবাদপ্রতিম ও অভিভাবকসম নেতৃত্ব নেপাল ঘোষের তৃতীয় বার্ষিক স্মরণসভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের বার্জটাউনে অবস্থিত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে । লকডাউন পরিস্থিতি সত্বেও ১৪ ই জুন রবিবার দুপুরে স্বাস্থ্যবিধি ও দৈহিক দূরত্ব বজায় রেখে এই ভাবগম্ভীর অনুষ্ঠানে শ্রদ্ধাজ্ঞাপন করতে উপস্থিত ছিলেন সংগঠনেরর পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রীয় সমিতির সভাপতি দেবাশীষ দত্ত ।

    স্মৃতিচারণা করতে গিয়ে সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বর্তমান সহ সভাপতি সমর চক্রবর্তী বলেন “নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আর নেপাল ঘোষ সমার্থক । চার দশকের অধিক কাল সংগঠনের জেলা তথা রাজ্যের অভিভাবক নেপালবাবু হাসিমুখে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সামলেছেন। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ভুলে তিনি প্রকৃত অর্থেই শিক্ষাব্রতী হয়ে ওঠেন। বিপন্ন এই সময়ে নেপাল ঘোষের জীবন ও কর্মধারা বেশি বেশি চর্চা হওয়া দরকার।”
    যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, তৎসহ বৃষ্টি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগঠনের নেতৃত্ব, পূর্ব মেদিনীপুর ও নবগঠিত ঝাড়গ্রাম জেলার সংগঠকগণ এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ।এই সভায় সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সমিতির সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, বর্ষীয়ান শিক্ষক নেতৃত্ব ও সমাজসেবী মাণিক সেনগুপ্ত প্রমুখ তাঁদের বক্তব্যে শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে এবং ব্যক্তি জীবনে নেপালবাবুর ত্যাগ ও আদর্শ তুলে ধরেন।পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন চক্রের সদস্য-সদস্যাদের উপস্থিতিতে এদিনের কর্মসূচিত অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা সমিতির সভাপতি প্রীতিকণা গোষ্মামী।

    উল্লেখ্য এদিনের সভায় সংগঠনের নবগঠিত ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির হাতে করোনা ও আমফান দুর্গতদের জন্য দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।