|
---|
ইন্দ্রাণী ভট্টাচার্য্য, হাওড়া : হাওড়া ধারসা দক্ষিনপাড়া র বাসিন্দা রেহানা বেগম বয়স ২৮ বছর ।স্বামী শেখ আলী একটি টালির বাড়িতে অনেকগুলো ভাড়া ঘর তার মধ্যে একটি ঘরে ভাড়া থাকতেন রেহানা বেগম তার বর্তমান চারটি কন্যা সন্তান ।তাদের বয়স 10 থেকে চার বছরের মধ্যে গতকাল রাতে ওই বাড়িরই অন্য দুটি পরিবার তাদের মধ্যে কোন কারণেই ঝগড়া বাধে সেই ঝগড়া সকাল অব্দি হতে থাকে, পাশের ঘরে থাকতেন থাকতেন রেহানা বেগম সেই সময় রেহানা বেগমের স্বামীর সাথে পাশের ওই ঘরের সাথে কথা কাটাকাটি হতে থাকে ।এরই মধ্যে রেহানা বেগম তার স্বামীকে ঝগড়ার মধ্যে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে এবং তার দশ বছরের বড় মেয়ে বাবাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। সেই সময় পাশের ঘরের ভাড়াটিয়া চুন্নি বেগম পাশের ঘরের অন্য মহিলা রেহানা বেগমের বড় মেয়েকে ছাড়াতে আসলে তখন মেয়েকে ছেড়ে চুন্নি বেগম রেহানা বেগমকে বেধরক মারতে থাকে সেই সময় রেহানা বেগম মাটিতে পড়ে যায় এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
এই রক্ত দেখে পাশাপাশি অন্য মানুষেরা তাকে তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে রওনা হয় তখন মাঝ রাস্তা তেই রেহানা বেগম তার নিঃশ্বাস ত্যাগ করে এবং তাকে সবাই আবার বাড়ির দিকে নিয়ে আসে ।
দাসনগর থানার পুলিশ এসে মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। দাসনগর থানার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন এলাকাবাসী। অভিযুক্ত চুন্নি বেগমকে দাস নগর থানার পুলিশ আটক করেছে।