ড্রাইভার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বর্ধমান টাউন হলে

নিজস্ব সংবাদদাতা : ড্রাইভার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বর্ধমান টাউন হলে । পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মূলত বর্ধমান জেলায় যে সমস্ত ড্রাইভার রয়েছেন তাদের নিয়ে সচেতনতার বিশেষ বৈঠকের আয়োজন করা হল এদিন । মূলত ড্রাইভাররা কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়। ড্রাইভারদের কাছ থেকে যেমন সোনা হয় তাদের সমস্যার কথা, তেমনই সমস্যার সমাধানের কথাও তুলে ধরলেন পুলিশ প্রশাসনের তরফ থেকে । এখানে মূলত ড্রাইভারদের বলা হয় যাতে কোনও জায় গায় দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিতে হবে। মদ্যপান অবস্থায় ড্রাইভিং না করার পরামর্শ দেন পুলিশ অধিকারকরা। রাস্তায় কোনও সাধারণ ব্যক্তি যদি গাড়ি দাঁড় করাতে বলেন আর তিনি যদি লিফট চান, তাহলে আগে সমস্ত দিক বুঝতে হবে , তারপর তাকে নিজের গাড়িতে তুলতে হবে । এ রকমই বেশকিছু সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় প্রশাসনের পক্ষথেকে ড্রাইভার দের কাছে । এছাড়াও এদিন সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়েও সচেতনতার বার্তা দেন পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত সেখ মনিরুল নামে এক গাড়ি চালক বলেন , বর্ধমানের আই সি বোঝাচ্ছেন কি ভাবে গাড়ি চালাতে হবে। দূর্ঘটনা ঘটে গেলে কি কি করা উচিৎ । চালকের ট্রেনিং দেওয়া হল এদিন । এছাড়াও সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।