|
---|
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ অগ্নিকাণ্ড যাত্রীবাহী ট্রেনে, ফুলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার অন্তর্গত এলাকায়। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল যাত্রীবাহী ট্রেনটি । ট্রেনের তিনটি কোচে আগুন লাগে, s4 s5 s6 কোচে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দূর দূরান্ত থেকে দেখতে পাওয়া যায় বলে সূত্রে খবর মিলেছে। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর ট্রেনটিকে দাঁড় করিয়ে যাত্রীদের নামানো হয়। সূত্রের খবর সকল যাত্রী সুস্থ রয়েছেন। সংশ্লিষ্ট ট্রেনটির যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় । প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে, প্রথমে একটি কোচে আগুন লাগে, তারপর আরো দুটি কোচে আগুন ছড়িয়ে পড়ে। ট্রেনটির ড্রাইভার বিষয়টি জানতে পেরে,দ্রুত উপরি মহলে জানিয়ে দেয়। এরপর ট্রেনটিকে দাঁড় করিয়ে সুরক্ষিতভাবে যাত্রীদের নামানো হয়। ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানা গেছে।