|
---|
নিজস্ব সংবাদদাতা : ডিভোর্সের আগের রাতেই স্ত্রীকে গুলি করে খুন স্বামীর। পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার কৈখালির।
মৃতার নাম সুজাতা বিশ্বাস। বয়স ২৬ বছর। ১২ বছর আগে দেখাশোনা করে হাঁসখালির বাসিন্দা ত্রিশূল বিশ্বাসের সাথে সুজাতা বিশ্বাসের বিয়ে হয়। দুই কন্যাসন্তানও হয় দম্পতির। কিন্তু দাম্পত্য কলহের জন্য তিন বছর আগে রানাঘাট আদালতে ডিভোর্সের মামলা রুজু করেন স্বামী-স্ত্রী। শুক্রবারই ছিল ডিভোর্স মামলার চূড়ান্ত শুনানি।
অভিযোগ, তার আগেই বৃহস্পতিবার রাতে স্ত্রী সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে আসে স্বামী ত্রিশূল। বাইকে করে ছোট মেয়েকে স্ত্রীর কাছে দিতে আসে। মেয়েকে নিতে সুজাতা ঘর থেকে বেরোতেই, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ত্রিশূল বিশ্বাস। গুলিবিদ্ধ সুজাতাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সময় দিদির পিছনেই ছিলেন সুজাতার বোন। তিনি প্রত্যক্ষদর্শী। তিনি জানান যে, জামাইবাবু দিদিকে গুলি করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিস।