স্লাইড গেটের একাংশ খোলা রেখে ছুটল মেট্রো

নিজস্ব সংবাদদাতা:গেটের একাংশ খোলা। সেভাবেই ছুটছে মেট্রো। আর সেই চলন্ত ট্রেনেই চলছে মেরামতি। কলকাতা মেট্রোয় আজ এমন অভিজ্ঞতারই সাক্ষী রইলেন অফিসযাত্রীরা।

     

    ঘড়িতে তখন সকাল ৯টা বেজে ২৯ মিনিট। কবি সুভাষ স্টেশন থেকে ছাড়া নোয়াপাড়াগামী মেট্রো নেতাজি স্টেশনে (কুঁদঘাট) পৌঁছয়। তখনই ভিড়ে ঠাসা মেট্রোয় ঘটে বিপত্তি। দেখা যায়, পুরনো ভেইল রেকের ৩০১৭ নম্বর কোচের বাঁদিকের তৃতীয় দরজা বন্ধ হচ্ছে না।

     

    এদিকে তখন অফিস টাইম। আর অফিস টাইমের ট্রেনে ঠাসা ভিড়। ফলে সব যাত্রীদের নামিয়ে ট্রেন খালি করাও সম্ভবপর ছিল না। এই পরিস্থিতিতে মেকানিক ডেকে, আরপিএফ দাঁড় করিয়ে রেখে, চলন্ত ট্রেনেই শুরু হয় মেরামতির কাজ।

     

    ৪ মিনিট বাদে, ঘড়িতে তখন ৯টা বেজে ৩৩, ওই অবস্থাতেই রওনা দেয় ট্রেন। স্লাইড গেটের একাংশ খোলা রেখে ছুটল মেট্রো। যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এলাকা ঘিরে রাখে আরপিএফ। এরপর প্রায় মিনিট ছয়েক ধরে ৯টা ৩৯ পর্যন্ত, চলন্ত ট্রেনেই চলতে থাকে স্লাইড গেট মেরামতির কাজ। তারপর ৯টা ৪০-এ রবীন্দ্র সরোবর স্টেশনে প্রবেশ করে মেট্রো। সেখানে প্ল্যাটফর্ম ডানদিকে। সেই গেট খোলে। ওদিকে ততক্ষণে ভেইল রেক কোচের ৩ নম্বর গেট মেরামতি শেষ হয়। তারপরই দুটি দিকের গেট একসঙ্গে বন্ধ হয়। পরের গন্তব্যের উদ্দেশে ছোটে মেট্রো। মেট্রোর সিপিআরও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, তারপর আর কোনও গোলোযোগ হয়নি।