|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা : মালদা ফিজিক্যাল এন্ড ফিটনেস কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাত্রে অনুষ্ঠিত হলো মিস্টার মালদা ২০১৯ বডিবিল্ডিং প্রতিযোগিতা। শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জেলার শতাধিক বডিবিল্ডার। চ্যাম্পিয়ন হন প্রদীপ চৌধুরী। অন্যদিকে ৬০ কেজি বিভাগে প্রথম হন বডিবিল্ডার অভিজিৎ সাহা। সংগঠনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়। এই বিষয়ে সংগঠনের সম্পাদক জয়ন্ত বর্মন জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশ নিয়েছিল। মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ওভারঅল চ্যাম্পিয়ন হয় তাদেরই জিমের প্রদীপ চৌধুরী। অন্যদিকে ৬০ কেজি বিভাগে প্রথম হয় অভিজিৎ সাহা তিনিও তাদের জিমেরই।