|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ভুবনেশ্বরী স্কুল মোড় সংলগ্ন ২১০ পরিবারের মধ্যে ১১০ কম্বল,৯০ মশারি,বয়স্ক ব্যক্তি দের গামছা ও ধুতি দেন তারা ।অপর দিকে কাটামারী এলাকায় ১০০অধিক পরিবারের সদস্যদের গামছা, মশারি,কম্বল দেন স্বেচ্ছাসেবী সংগঠন। সুন্দরবনের জীবন-জীবিকার সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন দ্যা নিউ হরিজন স্বেচ্ছাসেবী সংগঠন। বেশ কয়েকবার তারা সুন্দরবনের বিভিন্ন এলাকায় মানবিকতার নজির গড়েছেন । কোথাওবা তুলে দিচ্ছেন শীতবস্ত্র, কখনো বা তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী, কখনো বা ঔষধ পত্র থেকে প্রয়োজনীয় জিনিসপত্র। এমনি ভাবেই অসহায় পরিবারের পাশে সদাসর্বদা থাকবেন এমনই জানালেন কর্মকর্তারা। বিশেষ করে সুন্দরবন লাগোয়া পিছনের সারিতে থাকা কুলতলির বাসিন্দারদের পাশে সদাসর্বদা থাকার কথা জানালেন তারা।