|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলি বিধান সভার বাইশহাটা অঞ্চলের কিল্লা দুর্গা নগর আজাদ সংঘের মাঠে বিধায়ক সম্মার্ধনা ও যোগদান সভা অনুষ্ঠিত হলো। যেখানে উপস্থিত ছিলেন কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল। বিশেষ করে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি নূর হোসেন গাজির অক্লান্ত পরিশ্রমে-বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের মানবিকতায়। সর্বোপরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনহিতকর কাজের নিরিখে গতকাল BJP, SUCI, CPIM থেকে ৬০০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।