|
---|
নিজস্ব সংবাদদাতা :টিম ইন্ডিয়ার নতুন জার্সি সামনে এলো। নতুন জার্সি প্রকাশ করলো adidas, প্রসঙ্গত কিছুদিন আগে প্র্যাকটিস কিটের ছবি সামনে এসেছিল। এবার মূল জার্সির সামনে এলো টিম ইন্ডিয়ার। আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। প্রসঙ্গত নতুন জার্সি পড়ে ভারত এই ফাইনাল খেলতে নামবে। টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি তিন ধরনের ফরম্যাট এর জন্য আলাদা জার্সি রয়েছে। টেস্টের জন্য সাদা রংয়ের, এছাড়া ওয়ানডে ও টি টুয়েন্টির জন্য নীল রঙের। তবে নীল রংয়ের মধ্যে কিছুটা হেরফের রয়েছে।