বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে, সতর্ক করলো আবহাওয়া দপ্তর

নিজস্ব সংবাদদাতা :চলছে রাজ্যজুড়ে গরমের অস্বস্তি। আরো বাড়বে গরম এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯° থাকতে পারে। এছাড়া পশ্চিমে জেলাগুলিতে লু চলার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। গোটা রাজ্যেই প্রায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ,বীরভূম, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ আরো বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এ বিষয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাল্লা দিয়ে উত্তরবঙ্গে বাড়বে গরম। উত্তরবঙ্গের সমতলের সাথে পাহাড়েও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।