|
---|
“আগামী ৪৮ ঘণ্টা সঙ্কটজনক”। ট্রাম্পের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, জানাল হোয়াইট হাউস
নতুন গতি ডিজিটাল ডেস্ক : করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধী বার্তা দিচ্ছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের সরকারি চিকিৎসক শন কোনলি গতকালই দাবি করেছিলেন, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট, বৃহস্পতিবার তাঁর সামান্য সর্দি কাশি আর ক্লান্তি ছিল, এখন সে সব সেরে যাওয়ার মুখে, তাঁর অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু হোয়াইট হাউস সেই দাবি নস্যাৎ করে জানিয়েছে, ট্রাম্পের অবস্থা অত্যন্ত গুরুতর, আগামী ৪৮ ঘণ্টা সঙ্কটজনক হতে চলেছে।
হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে তা হল- গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্টের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা অত্যন্ত গুরুতর হয়ে পড়েছে, আগামী ৪৮ ঘণ্টা সঙ্কটজনক হবে। কবে তিনি সম্পূর্ণ সেরে উঠবেন স্পষ্ট নয়। জানা যাচ্ছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্টকে ভর্তি করা হয় ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টারে, তার আগে অক্সিজেন দেওয়া হচ্ছিল তাঁকে।স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রেসিডেন্টের উপদেষ্টা হোপ হিকস করোনা আক্রান্ত হয়, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্প তাঁর সঙ্গে এক বিমানে করে ওহিও গিয়েছিলেন। হিকসের করোনা ধরা পড়ার পরেই ট্রাম্প ও মেলানিয়ার করোনা পরীক্ষা হয়।