|
---|
নিজস্ব সংবাদদাতা : রেলের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার কিষাণ রেলের যন্ত্রাংশ চুরি হয়ে যায় অভিযোগ উঠল। জলপাইগুড়ি জংশনে দাঁড়িয়ে থাকা এই কিষাণ রেলের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে আরপিএফ। জলপাইগুড়ি জংশন থেকে ত্রিপুরার আগরতলাতে যাওয়ার কথা ছিল এই কিষাণ রেলের। এভাবে রেলের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার ঘটনায় রেলের নজরদারির অভাবকেই দায়ী করেছেন ব্যবসায়ীদের একাংশ।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শুভঙ্কর রায়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পেরেছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। এদের মধ্যে একজনের নামও জানা গিয়েছে। তার সন্ধানে চেষ্টা চালাচ্ছে আরপিএফ। রেল সূত্রের খবর, এই কিষাণ রেল জলপাইগুড়ি জংশন থেকে ত্রিপুরার আগরতলায় যাতায়াত করে। এর মাধ্যমে স্থানীয় কৃষক, ব্যবসায়ীরা সবজি, আলু প্রভৃতি ত্রিপুরায় নিয়ে গিয়ে সেখানে বিক্রি করেন। রেলের ইঞ্জিন এবং বগির সংযোগকারী তার চুরি হয়ে যাওয়ার পাশাপাশি একাধিক জায়গা থেকে তার কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর ফলে ট্রেনটি ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে ছাড়বে কিনা তানিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন ব্যবসায়ী এবং কৃষকরা। তাদের বক্তব্য, ট্রেনে প্রচুর পরিমাণে আলু, সবজি মজুদ রাখা হয়েছিল। এখন যদি ট্রেন চলাচল ব্যাহত হয় তাহলে সে ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হবে আশঙ্কা ব্যবসায়ীদের। ট্রেন যাতে চালু করা যায় তা নিয়ে জলপাইগুড়ির ডিআরএমের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে আরপিএফ।