|
---|
নিজস্ব সংবাদদাতা : ট্রেন নেই,বাসের টিকিটের দাম আকাশছোয়া,সমস্যায় পর্যটকেরা।পাওয়া যাচ্ছে না ট্রেন,নেই বাসের টিকিটও আকাশছোয়া টিকিটের দামে প্রায় দিশেহারা পর্যটকেরা। বেড়াতে এসে চুড়ান্ত বিপদে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা।টিকিট কাটা থাকলেও ট্রেন বাতিল থাকায় টিকিট ক্যানসেল করে আবার 2500থেকে 3000টাকা দিয়ে বাসের টিকিট কাটছেন পর্যটকেরা।এন জেপী থেকে একমাত্র দার্জিলিং মেল ছাড়া অনিশ্চিত সব ট্রেনই।তাই টিকিট বাতিল করে তিন হাজার টাকা দিয়ে বাসের টিকিট কাটছেন পর্যটকেরা।পর্যটকেরা জানিয়েছেন এখন পাহাড়ে থাকাই অনিশ্চিত কখন ধস নামবে ঠিক নেই,তার উপরে বাতিল ট্রেনও সবাই মিলে যদি আকাশপথে যাই তবে পঞ্চাশহাজার টাকা খরচ হবে।বেড়াতে এসে এত টাকা খরচ করতে রাজী নন কেউই। যাত্রীরা অনেকেই শিলিগুড়িতে দুএক দিন থেকে চলে যাচ্ছেন কলকাতা।অনেক যাত্রীই জানিয়েছেন এইভাবে যদি উত্তরবঙ্গে বেড়াতে আসতে হয় তবে আগামীদিনে কেউই আসবেন না উত্তরবঙ্গে। বাসের টিকিট যদি 5জনের পরিবার কাটেন তবে ভাড়া নেওয়া হচ্ছে প্রায় দশ হাজারের কাছাকাছি।ট্রেনে অনেকেই ফিরছেন সাধারন শ্রেনীতে। উড়ানের টিকিট কাটা সবার কাছে সম্ভব নয়। সব মিলিয়ে চরম সমস্যায় উত্তরবঙ্গের পর্যটন এবং পর্যটন শিল্প।