এবার শব্দবাজির তাণ্ডবে নিজের বাড়িতেই খাট থেকে পড়ে আহত হলেন এক বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা : এবার শব্দবাজির  তাণ্ডবে নিজের বাড়িতেই খাট থেকে পড়ে আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। তিনি শ্রীরামপুর  থানায় অভিযোগও দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শ্রীরামপুরের কে এম সাহা স্ট্রিটে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। রাত এগারোটা নাগাদ সেই বিয়ে বাড়িতে শব্দবাজি ফাটানো শুরু হয়। অন্যদিনের মতো সেদিনও দশটায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন বছর চৌঁষট্টির সিদাম সাহা। তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সিদাম বাবু শ্রীরামপুরের আই ব্যাঙ্কের সদস্য। মরণো্ততর চক্ষুদান থেকে নানা সামাজিক কাজ কর্ম করে থাকেন। সম্প্রতি তাঁর শরীর কিছুটা খারাপ রয়েছে। এদিন তিনি এগারোটা নাগাদ ঘুমোচ্ছিলেন। আর ঘুমের মধ্যে শব্দবাজির প্রচণ্ড শব্দে তিনি চমকে ওঠেন। আর চমকে উঠে ঘুমের মধ্যেই খাট থেকে নিচে পড়ে যান। একের পর এক প্রচণ্ড শব্দে বাজি ফাটতে থাকে তাঁর বাড়ির পাশে। বাজির শব্দে অসুস্থ বোধ করতে থাকেন সিদাম বাবু। তিনি বুকে চাপ অনুভব করেন। হৃদম্পন্দন হঠাৎ বেড়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, বাজির শব্দে তাঁর শরীর খারাপ হয়েছে। কিছুটা সুস্থ হয়ে সিদাম বাবু বলেন, ‘ঘুমের মধ্যে হঠাৎ বুকের মধ্যে কষ্ট হচ্ছিল।’ ঘটনার পর এদিন শ্রীরামপুর থানায় শব্দ বাজির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সিদাম বাবুর ছেলে সায়ক সাহা। সিদাম বাবুর পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন যে, শব্দ বাজি ফাটানো নিয়ে দূষণ নিয়ন্ত্রক পর্ষদের বেশ কিছু নির্দেশিকা রয়েছে। তা সত্ত্বেও দেখা যায় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলেই আজকার দেদার শব্দ বাজি, সেল ইত্যাদি ফাটানো হয়। কিন্তু নিয়ম থাকলেও এই সম্পর্কে দেখার কেউ নেই। শুধু কালিপুজোর সময় কিছুটা কড়াকড়ি করা হয়, পুলিশ ধরপাকড় করে। তারপর যে কে সেই। সিদাম বাবু চান, যেকোনও অনুষ্ঠানেই সব্দ বাজি ফাটানো বন্ধ হওয়া প্রয়োজন অবিলম্বে। নাহলে প্রকৃতি এবং বহু মানুষের নানারকম ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালে আরও হবে।