|
---|
বাবলু হাসান লস্কর, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা : রবিবার অনুষ্ঠিত হলো জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন টাউন হলে ( অডিটোরিয়ামে) আয়োজক বিবেক তরঙ্গ, প্রত্যয় এবং সহযোগিতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক, ২৪শে এপ্রিল ২০২২ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২.৩০টা। স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজের চরিত্রঘঠন,আত্মবিকাশ, ধ্যান ও একাগ্রতার শক্তি, সততা,নিষ্ঠা, উন্নত জীবন ও জীবিকার সন্ধানে সঠিক দিশা জানতে (১৬ থেকে ৩০)বয়সীদের সন্মেলনে যোগদানের আহ্বান, সকল অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও শুভচেতনাসম্পন্ন নাগরিকের সাদর আমন্ত্রণে এগিয়ে নিয়ে এসেছে বিবেক- তরঙ্গ ও প্রত্যয়।
উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী বেদাতীতানন্দজী মহারাজ, (প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড় মঠ)
ডঃ পঞ্চানন হালদার, (অধ্যাপক,ইং বিভাগ, বঙ্গবাসী কলেজ) অতনু সাঁতরা, (আই সি, জয়নগর), কৃষ্ণেন্দু ঘোষ, (এস আই অফ স্কুলস্, জয়নগর), ডঃ হরিসাধন নস্কর,( স্পন্দন নার্সিংহোম) গৌর হাজরা, দঃ ২৪ পরগনা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা কমিটির সহ-সভাপতি,
গীতা নন্দী (স্কুল শিক্ষিকা, সম্পাদক বিবেক তরঙ্গ), শিহান দেবব্রত হালদার( চিফ কোচ অফ সেইসিনকাই ইন্ডিয়া, প্রত্যয়, মেম্বার অফ বিবেক তরঙ্গ) সমরেশ পুরকাইত, পেঙ্গুইন স্পোর্টস জার্সি প্রস্তুতকারক। রাখী মিত্র, শিক্ষিকা, চমৎকারিণী গার্লস স্কুল। তপন চ্যাটার্জী, প্রেসিডেন্ট, বিবেক-তরঙ্গ।
প্রশান্ত নন্দী, প্রধান শিক্ষক, জয়নগর ইনস্টিটিউশন প্রাতঃ বিভাগ
এছাড়াও এই অনুষ্ঠানের আকর্ষন ছিলো প্রত্যয় ও সেইসিনকাই ইন্ডিয়ার ৬বছর থেকে ১৯বছর ছাত্র ছাত্রী দের নিয়ে এবং সকল মানুষকেই বিশেষ বার্তা দেওয়ার বিশেষ ঐতিহাসিক নাটক নচিকেতা পরিবেশন করা হয় যা সকল দর্শকদের মন কেড়ে নিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা আজকের এই বিশেষ মহূর্তের স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সন্মেলন।