পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, ব্যাটারি চালিত স্কুটারে নবান্নে পৌঁছোলেন মমতা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, ব্যাটারি চালিত স্কুটারে নবান্নে পৌঁছোলেন মমতা

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর প্রতিবাদ অভিনব। হাজরা থেকে তিনি ব্যাটারি চালিত স্কুটারে রওনা দেন নবান্নের উদ্দেশে। চালক মন্ত্রিসভার ফিরহাদ হাকিম।

     

    এদিন কালীঘাটের বাড়ি থেকে নির্দিষ্ট সময় বেলা এগারোটার কিছু পরে স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটার চালাচ্ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কালীঘাট থেকে নবান্নে পৌঁছতে আধঘন্টার বেশি সময় লেগে যায়। কেননা ফিরহাদ হামিক স্কুটার চালিয়েছেন খুব আস্তে। পিছনে বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা ঝুলছিল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাখা ফেস্টুন।

     

    এদিন এই স্কুটার সফরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। আশপাশে স্কুটারেই ছিলেন পুলিশ আধিকারিকরা। অনেক পিছনে ছিল পুলিশের নিরাপত্তা সম্বলিত গাড়ি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে কোনও দলীয় কর্মী ছিলেন না।