|
---|
নিজস্ব সংবাদদাতা : আবার কলকাতা বিমানবন্দরে উদ্ধার মাদক। এবার ১৬ কেজি হেরোইন–সহ গ্রেফতার হল তিন বিদেশি যাত্রী। শনিবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যেবেলা দুবাই থেকে একটি বিমান কলকাতায় আসে। সেখানেই এই তিনজনের কাছে হেরোইন মেলে। এমনকী তাদের চারটি ট্রলি ব্যাগ থেকে ১৪ প্যাকেট হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১১৩ কোটি টাকা। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই) সূত্রে খবর, এই তিনজনের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও পুরুষ কেনিয়ার বাসিন্দা এবং অপর মহিলা মালয়েশিয়ার বাসিন্দা। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই দেশের কোথায় তারা এই মাদক পাচার করতে এসেছিল তা জিজ্জাসাবাদ করা হচ্ছে।গোয়েন্দা দফতর সূত্রে খবর, এদের মধ্যে দু’জন মেডিক্যাল ভিসায় এবং একজন ব্যবসায়ী ভিসায় ভারতে এসেছিল। দফায় দফায় জেরায় এই তথ্য মিলেছে। তদন্তকারীদের দাবি, এটি কলকাতায় সবচেয়ে বেশি অঙ্কের মাদক উদ্ধার। এই তিনজনের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে নয়াদিল্লি গিয়ে মাদক বিক্রি করবে। কিন্তু সেটা কার কাছে? এখনও জানা যায়নি।
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই আসে এই বিপুল পরিমাণ মাদক। তারপর সেখান থেকে কলকাতা এসেছিল হেরোইন। যার আনুমানিক দাম ১৩৩ কোটি টাকা। কলকাতা থেকে এই হেরোইন নয়াদিল্লি পাচারের ছক ছিল। কিন্তু এই বিপুল পরিমাণ হেরোইন সবার নজর এড়িয়ে কলকাতায় এল কী করে? উঠছে প্রশ্ন। গোটা চক্রের সন্ধানে তলছে জেরা।