|
---|
মালদা, ২৪ অক্টোবর: প্রতিবছর পূজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গলের প্রাকৃতিক সোন্দর্য্য ভ্রমণপ্রিয় আম বাঙালির প্রিয় ডেস্টিনেশন। তবে লাগাতার বৃষ্টি, ধ্বস ও খারাপ আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ সফরের বহু টিকিট বাতিল করলেন পর্যটকরা। রেলওয়ে সূত্রে খবর, 16 তারিখ 278 টিকিট, 17 তারিখ 65 টিকিট, 18 তারিখ 171 টিকিট , 19 তারিখ 170 টিকিট, 20 তারিখ 59 টিকিট, 21 তারিখ 271 টিকিট, 22 তারিখ 217 টিকিট ও 23 তারিখ 253 টি টিকিট ইতিমধ্যে বাতিল করেছেন পর্যটকরা। প্রসঙ্গত গত কয়েকদিন আগে পাহাড়ের লাগাতার বৃষ্টিতে ডুয়ার্স দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তা কত এলাকায় ধস নেমেছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। তাই প্রাকৃতিক বিপর্যয় প্রভাব পড়েছে ভ্রমণ পিপাসু আম বাঙালির মধ্যে।