১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন তৃণমূল কংগ্রেসের

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ জব কার্ডধারী প্রতিটি পরিবারকে ১০০ দিনের কাজ দেওয়ার দাবীতে, ১০০ দিনের কাজের ক্ষেত্রে (সরকারী সম্পত্তি অন্ত্রের কাজ করা যাবে না), ক্রমশ কমিয়ে দেওয়ার প্রতিবাদে, ৬২ সি.এফ.টি মাটি কাটার কেন্দ্রীয় নির্দেশিকা প্রতিবাদে, বাংলার আবাস যোজনায় উপভোক্তাদের ঘর করার টাকা অভিলম্বে উপভোক্তার এ্যাকাউন্টে দেওয়ার দাবীতে, কৃষি শ্রমিকের মজুরী রাজ্য সরকারের শ্রম দপ্তরের নির্দেশিকা অনুযায়ী চালু করার দাবীতে, যাঁরা ডিজিটাল রেশন কার্ড পাননি সত্বর তাদের কার্ড প্রদানের দাবীতে, তফসিল জাতি/উপজাতি শংসাপত্র প্রদানে ঢিলেমীর প্রতিবাদে। শুক্রবার বৈকাল ২ ঘটিকায় কালনা ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হলো। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায় , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি , কালনা ২নং ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী আরতি মিত্র , এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের সকল জনপ্রতিনিধি গণ সহ কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ ।