মালদা রথবাড়ি তে শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানালো জেলা তৃণমূল কংগ্রেস

নতুন গতির নিউজ ডেস্ক,মালদা: লাদাখ সীমান্তে ২০ ভারতীয় সেনা শহিদ হয়েছেন। ওই বীরযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধেয় তারা রথবাড়ি এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট জিনপিংকের কুশপুত্তলিকা পুড়িয়ে চীনের সামগ্রী বর্জনের ডাক দেন কর্মীরা। হাজির ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি দেবাশিস ঠাকুর জয়হীন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস প্রমুখ। দেবাশিসবাবু জানান,‘‌আমাদের ২০ জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু ভারতের সীমানায় চীনের অধিগ্রহণের বিষয়টি নিয়ে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি যে বিবৃতি দিচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। আলস তথ্য সামনে আসা দরকার।’‌