|
---|
নিজস্ব সংবাদদাতা :জন সিনা, ক্রীড়া বিনোদন হোক কিংবা হলিউড অন্যতম চর্চিত নাম। মোট ১৬ বার w w e চ্যাম্পিয়ন হয়েছিলেন জন সিনা।তিনি নাকি ফলো করেছেন টুইটারে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না শ্রাবন্তী। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন, বাবুসোনা সিনেমার শুটিংয়ের কারণে তিনি লন্ডনে। এই প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, ফেক একাউন্ট ভেবেছিলেন। কিন্তু একাউন্টের পাশে ব্লুটিক দেখে বিষয়টি নিশ্চিত হন। উল্লেখ্য আগে জন সিনা আরো এক টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে ফলো করেছিলেন। আসলে টলিউড অভিনেত্রীদের সৌন্দর্যে মুগ্ধ জন সিনা।