|
---|
নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাবে পৃথিবী আজ বিভিন্ন ভাবে জর্জরিত।দূষণের মারণ রোগে আক্রান্ত বিশ্বপ্রকৃতি। পৃথিবীর ভয়াবহতা কমাতে বৃক্ষরোপণের প্রয়োজন।নগরায়নের জন্য , মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক আকারে বাড়ছে অরণ্য নিধন। যে কারণে প্রকৃতি আজ ভারসাম্য হারাচ্ছে।
সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত এবং সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। কারন আমরা জানি একটি গাছ বহু প্রাণ।সেই কথা সামনে রেখে শনিবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের জল ট্যাঙ্কির পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিকী হিসেবে এদিন ২৫ টি চারা গাছ রোপণ করা হয়।বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। এদিন পীযূষ পাণ্ডে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একমাস ধরে চলছে বৃক্ষ রোপণ কর্মসূচি। তাই আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ও আজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলাম। আমরা আগেও রাস্তার ধারে গাছ লাগিয়েছিলাম। সেগুলোর প্রায় ৮০ শতাংশ দাড়িয়েছে এবং বাকী নস্ট হয়ে গেছে। পাশাপাশি আমরা প্লাস্টিক দূষণ দূরীকরণে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।