|
---|
লুতুব আলি, বর্ধমান ; বর্ধমানে তৈরি হল হোটেলস ও রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন। বর্ধমান শহরের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এক ছাদের তলায় এলেন। তারা তৈরি করলেন হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ বর্ধমান। শুক্রবার বর্ধমান শহরের ঢল দিঘী এলাকায় হোটেল মৃগয়ায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই নতুন অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি অরূপ পাল। অরূপ বাবু এই প্রতিবেদককে জানান এতদিন বর্ধমান শহরের হোটেল ও রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে ব্যবসা করছিলেন এই নতুন অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে তারা এখন থেকে সংগঠিত হলেন। অরূপ বাবু আরও জানান বর্ধমান শহর সংলগ্ন এলাকায় একশর কাছাকাছি হোটেল রেস্টুরেন্ট আছে। ৪৪টি হোটেল ও রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনের কর্মকর্তারা জানান কেবল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়েই তারা এখন থেকে আর চলতে চান না সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এই নতুন অ্যাসোসিয়েশন টি পরিচালিত হবে। ক্রেতাদের পরিষেবার দিকগুলো গুরুত্বসহকারে দেখবেন বলে জানিয়েছেন। বর্ধমান শহরে হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন গঠিত হওয়ায় ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্যামল রায়, শুভ্র ম সেনগুপ্ত, সম্পাদক মলয় সামন্ত, যুগ্ম সম্পাদক পিনাকী সরকার, সাধক দেবব্রত দে প্রমুখ। সদ্য আত্মপ্রকাশ হওয়া হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এই সংগঠনটি পরামর্শদাতা হিসেবে থাকছেন সত্যজিৎ দত্ত, শ্যামল রায়, নীলকমল, আরতী খান প্রমুখ।