|
---|
ব্রেকিং নিউজ ৩১ মার্চ পর্যন্ত সকল স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে আজ ১৫ ই এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
নতুন গতি, ওয়েব ডেস্ক: করনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব তোলপাড় বিভিন্ন দেশের এবং রাজ্যের স্কুল-কলেজ আগেই ছুটি ঘোষণা করে দিয়েছেন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকবে।
আজ সেই ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত ঘোষণা করলেন, স্কুল-কলেজের সঙ্গে আইসিডিএস হল বন্ধ থাকবে এবং তাদের চাল-ডাল বাড়িতে পৌঁছে দেয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত করানো ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারেনি। এই কারণে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। স্কুল কলেজের ছাত্র আবাসিক বন্ধ রাখার কথা বলেন। শুধু স্কুল কলেজের পরীক্ষা রুটিনমাফিক হবে।মুখ্যমন্ত্রীর বিশেষ ভাবে বলেন সরকার কোন হসপিটালে রোগী গেলে তাদেরকে ফেরাবেন না।