আস্থা ভোটে সরকার বাঁচানোর জন্য যজ্ঞ করলেন বিধায়ক মন্ত্রীরা অগ্নিপরীক্ষার মুখে কমলনাথ সরকার।

আস্থা ভোটে সরকার বাঁচানোর জন্য যজ্ঞ করলেন বিধায়ক মন্ত্রীরা অগ্নিপরীক্ষার মুখে কমলনাথ সরকার।

    নতুন গতি, ওয়েব ডেস্ক: রবিবার যজ্ঞ করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক ও নেতা-কর্মীরা , আস্থা ভোটে সরকার ধরে রাখার প্রাণপণ চেষ্টা করলেন। গত কয়েকদিন আগে 22 জন কংগ্রেসের বিধায়ক পদত্যাগ করেন। তারপর থেকেই কংগ্রেসের সরকার টিকে রাখার এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কমলনাথের সরকার।রবিবার শত্রু নিধনের যজ্ঞ করলেন রাজ্যের কংগ্রেস মন্ত্রী পি শি শর্মা। তিনি বলেন আমি আমি ধর্ম ও অত্যাধুনিক মন্ত্রী তাই আমি মন্দির পরিদর্শনে আসে এবং জনগণের সঙ্গে দেখা করি, কথা বলি তাদের অভাব-অভিযোগের শুনি।
    মধ্যপ্রদেশের ৮০ জন কংগ্রেস বিধায়ক রাজস্থানের শিকারা জেলায় গিয়ে বিশেষ যজ্ঞ করেছেন। সেই যজ্ঞেরও উদ্দেশ্য ছিল শত্রুনিধন।  বর্তমানে ঈশ্বরের প্রতি ভরসা বলে ঈশ্বর কে ডাকছেন।