একইসঙ্গে দুটি ভিন্ন কোর্স করতে পারবেন পড়ুয়ারা, যুগান্তকারী সিদ্ধান্ত ইউজিসি’র!

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : ‘দ্বৈত ডিগ্রি’ সংক্রান্ত নিয়মে যুগান্তকারী বদল আনলো ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দুটি ভিন্ন পাঠক্রমে ভরতি হতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ পড়ুয়ারা একই সঙ্গে দুটি ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সুযোগ পাবেন।

    ১৩ এপ্রিল বুধবার অর্থাৎ আজ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইউজিসি’র ওয়েবসাইটে । একইসঙ্গে দুটি কোর্স করার সুস্পষ্ট গাইডলাইনও প্রকাশ করেছে ইউজিসি । ইউজিসি’র নতুন গাইডলাইন অনুযায়ী, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থাতেই পড়ুয়ারা চাইলে আরেকটি ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এক্ষেত্রে একটি ডিগ্রিতেই অফলাইন ক্লাস করা যাবে। আরেকটি ডিগ্রিতে অনলাইন ক্লাস বা দুটি ডিগ্রিতেই অনলাইন ক্লাস করলেও তাতে কোনও আপত্তি থাকবে না ইউজিসির।

    তবে ইউজিসির এই নয়া নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে । ইউজিসি জানিয়েছে, কোনও পড়ুয়া যে দুটি কোর্সে ভরতি হবেন, সেই দুটি পাঠক্রম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হলে হবে না। সেই সঙ্গে ওই পড়ুয়াকে দুটি পৃথক কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে হবে। অন্যদিকে দুটি পাঠক্রমের ক্লাস হতে হবে আলাদা আলাদা সময়ে। অর্থাৎ দুটি ক্লাস একই সময়ে হওয়া চলবে না। এতদিন পর্যন্ত ইউজিসি একই সময়ে দুটি আলাদা আলাদা ডিগ্রী অর্জন করার অনুমতি দিত না। আগের নিয়ম অনুযায়ী, একটি নিয়মিত পাঠক্রমের সঙ্গে শুধুমাত্র আরেকটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেত। সেটাও করতে হত অনলাইনে।

    এই নয়া নিয়মের ফলে যেসব পড়ুয়া স্নাতকস্তরে পড়াশোনা করার সময় অন্য কোনও কোর্সে ভরতি হতে চান, বা কোনও প্রফেশনাল কোর্সে ভরতি হতে চান, তাঁরা উপকৃত হবেন।  কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি এই ধরনের প্রোগ্রাম দিতে চায় কি না তা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির থাকবে। ইউজিসির এই নয়া নির্দেশিকা শুধুমাত্র লেকচার ভিত্তিক কোর্সগুলির জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে৷  এমফিল এবং পিএইচডি এই স্কিমের অন্তর্ভুক্ত নয়।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অধ্যাপকরা । ইউজিসির নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ তথা ‘হিঞ্জলগঞ্জ মহাবিদ্যালয়ে’র অধ্যক্ষ ডঃ শেখ কামালউদ্দিন বলেন, ” ছাত্রছাত্রীরা একইসঙ্গে দুটি কোর্স করলে ভবিষ্যতে যে কোর্সটিতে তারা ভালো ফল করবেন, যদি সুযোগ থাকে পেশা হিসেবে সেটিকেই গ্রহণ করতে পারবেন ।”

     

    অন্যদিকে যুগান্তকারী সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সাধুবাদ জানিয়েছেন ‘আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ’ এর অধ্যাপক (প্রাক্তন টিআইসি) এমদাদুল হক। তাঁর মতে, চলমান শিক্ষা ব্যবস্থায় ও শিক্ষার্থীদের সময় অপচয়রোধে নিঃসন্দেহে এটি অভিনব কর্মসূচি । এর ফলে একদিকে শিক্ষার্থীদের সময় অপচয়রোধ হবে অন্যদিকে একইসঙ্গে একের অধিক বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ পাবে ।”