|
---|
নিজস্ব সংবাদদাতা : জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বৈঠকে বাসভাড়া বৃদ্ধির জোরাল দাবি উঠল। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সূত্রে খবর, ২৩ জেলায় প্রায় ৪২ হাজার বাস চলে। ইতিমধ্যেই ৩০% বাস বসে গেছে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্যে।বুধবারের বৈঠকে বাস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীদিনে বাস আচমকা বন্ধ হয়ে গেলে তার দায়িত্ব নেবে না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তাদের দাবি, অবিলম্বে বাস ভাড়া বাড়িয়ে ডিজেলের দাম কমাতে হবে। ডিজেলে জিএসটি বসাতে হবে।প্রসঙ্গত, হাইকোর্টের পর্যবেক্ষণের পরে বেসরকারি বাস (Private Bus Fare) নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল রাজ্য পরিবহণ দফতর। বেসরকারি বাসেও ঝোলাতে হবে ভাড়ার তালিকা। এমনই নির্দেশ জারি হয়েছিল। বহুক্ষেত্রেই যাত্রীদের তরফে অভিযোগ করা হয়েছে, বেসরকারি বাস নিয়ে। যদিও এর আগে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বাস মালিকদের সঙ্গে বৈঠকে পরিষ্কার করে দিয়েছিলেন, বাসে ফেয়ার চার্ট ঝোলাতেই হবে। বাসের ভাড়া যথাযথ নিতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে পরিবহণ মন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, যাত্রীদের অভিযোগ জানান। বাস মালিকদের তরফে জানানো হয়েছিল একাধিক ইস্যুতে তারা সমস্যায়। ফলে এই সময়ে ভাড়া না বাড়ালে তাদের পক্ষে গাড়ি চালানো আর সম্ভব হচ্ছে না। করোনা লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল গণপরিবহণ ব্যবস্থা। ফলে বাস মালিকদের দীর্ঘ অসহায়তার মধ্যে পড়তে হয়েছে বলেও অভিযোগ।