|
---|
রহমতুল্লাহ, মু্র্শিদাবাদ : গোটা দেশজুড়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রুপ ধারণ করার ফলে টালমাটাল অর্থনীতি ও পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণি ঝড় ইয়াসের বিপর্যয়ে প্রায় লণ্ডভণ্ড হয়েগিয়েছে রাজ্যের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলা। ইয়াসের তান্ডবে কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজা ঠাঁই, রেহাই পাননি গবাদিপশু রাও। অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী, আমরা দেখেছি বহু সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন। এইসব দৃশ্য দেখে থেমে থাকতে পারেনি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি উইনার ওয়েল ফেয়ার ট্রাস্ট। সাগরদিঘি থানার ও.সি. সুমিত বিশ্বাস মহাশয় এবং সাগরদিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জী মহাশয়ের বিশেষ সহযোগিতায় এবং সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায়। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে বাসে করে।
পূর্ব মেদিনীপুর জুনপুট কোস্টালের বগুড়ান জলপাই এলাকার ২০০ মানুষদের হাতে চাল, আটা, চিনি, চিঁড়ে, মুড়ি, বিস্কুট, সওয়াবিন, কেক, আলু, জল, মাস্ক ইত্যাদি খাদ্য সামগ্রি তুলেদেন। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন আমরা গতবছর আম্ফান ঝড়ে সুন্দরবনের বাসন্তি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলাম সে মোতাবেক আমরা ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা ভেবে আবারও এসেছি। তাদের কিছু শুকনো খাবার তুলেদিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে পারি এই আশা
রাখছি। এদিন ট্রাস্টে সদস্য মির্জাজাজবুল, সুমন সরিফ, আনিসুর সেখ, সাহিল সেখ, বিশ্বজিৎ সাহা, সামাদ সেখ সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ প্রমুখ। সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সুচারুরূপে শুকনো খাবার তুলেদেন। খাবার। পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।