|
---|
জলপাইগুড়ি: একটি আস্ত প্যাঙ্গোলিনের চামড়া উদ্ধার করল বেলাকোবা বনদপ্তরের বনকর্মীরা। পাশাপাশি এই ঘটনায় দুই বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করেছে বেলাকোবা বনদপ্তর।
বৃহস্পতিবার বিকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি একটি হোটেলের পাশ থেকে ঐ দুই পাচারকারীকে গ্রেফতার করল বেলাকোবা বনদপ্তর এর কর্মীরা।
ধৃতদের নাম পালদের লেপচা এবং দিলীপ কুমার রায়। দুজনেই কালিম্পং এর বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে কালিংপং এ ওই প্যাঙ্গোলিনটিকে হত্যা করে মাংস ফেলে দিয়ে চামড়া এবং আশ পাচারের জন্য শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া অভিযানে বেলাকোবা বনদপ্তরের এই সাফল্যে রোখা গেল প্যাঙ্গোলিন এর আশ এবং এর পাচার।বেলাকোপার স্থানীয় মানুষ অবশ্য এর কৃতিত্ব দিচ্ছেন অফিসার সঞ্জয় দত্তকেই।