|
---|
রায়দিঘী: রায়দিঘীর বয়ারগদীতে ভয়াবহ বাইক দূর্ঘটনায় মৃত ২ ব্যক্তি। ওই ২ ব্যক্তির নাম সৌমিত্র হালদার(২৫) ও মণিশংকর হালদার(৩২)।
পুলিশসূত্রে খবর ওই ২ ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।মঙ্গলবারর রাতে গাড়িতে অতিরিক্ত গতিও ছিলো বলে খবর। কম্পানিরঠেক থেকে নবরদোকানের দিকে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারান ওই বাইকচালক। এরপর সরাসরি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে তারা।
ঘটনায় ২ ব্যক্তিই মারা গিয়েছে বলে খবর। বর্তমানে রায়দিঘী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠিয়েছে।