শিলিগুড়ির নানা জায়গায় পালন করা হল স্বামী বিবেকানন্দের একশো উনষাট তম জন্মদিন

শিলিগুড়ি: আজ মহামানবের একশো উনষাট তম জন্মদিন।এই উপলক্ষ্যে আজ শিলিগুড়ির নানা জায়গাতে পালন করা হল এই মহামানবের জন্মদিন।শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সবজায়গাতেই এই মহামনীষির বানী প্রচার করা হচ্ছে কিংবা তাকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ গৌতম দেব এবং রঞ্জন সরকার নিজের নিজের এলাকাতে এই মহামানবের জন্মদিন পালন করেন।এই মহামনীষির জন্মদিন উপলক্ষ্যে শিলিগুড়িতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র গরীব দরীদ্র মানুষের উপকার করবার জন্য।গৌতম দেব নিজের তেত্রীশ নং এলাকায় তার কথা বলতে গিয়ে জানান আমরা খুব ভাগ্যবান তার পরেই এই দেশে জন্ম নিতে পেরেছি।তাই তার আদর্শকে মাথায় রেখেই আগামী দিনে আমরা এগিয়ে যাব।রঞ্জন সরকার জানান আমাদের মধ্যে যদি এই মহামানবের চিন্তা নিয়ে আসতে পারি তবেই আমরা ভাগ্যবান।এদিন এই মহামানবের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ির 14নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত।তিনি আজ তার পার্কের এই মহামানবের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এদিকে বিবেকানন্দের জন্মদিন নানাভাবে পালন করলো শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থাও।শিলিগুড়ির ওয়েলফেয়ার সোসাইটি এবং রেডক্রসের পক্ষ থেকে আজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল এই মহান ঋষির।শিলিগুড়িতে বন্ধ বিভিন্ন ইষ্কুল এবং কলেজ তা হলেও প্রায় সব ইষ্কুল এবং কলেছেই এই মহান ঋষির জন্মদিন পালিত হল।শিলিগুড়ি কলেজ,শিলিগুড়ি বয়েজ হাই ইষ্কুল এবং শিলিগুড়ি গার্লস ইষ্কুলেও পালিত হল বিবেকানন্দের জন্মদিন।

    শিলিগুড়ি গ্রেটার লায়নস club এবং শিলিগুড়ি মার্চেন্ট আসোসিয়েসনের তরফ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বিবেকানন্দের একশো উনষাটতম জ ন্মদিনের।