হিজাব বিতর্ক: কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করতে এবার সুপ্রিম কোর্ট যাচ্ছেন উদুপি কলেজের ছাত্রীরা

নতুন গতি নিউজ ডেস্ক: মাথা নত করতে নারাজ মুসলিম ছাত্রীরা। হিজাব বিতর্কে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের পর উদুপি কলেজের ছাত্রীরা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    এই সিদ্ধান্তের ঘটনা জানালেন শীর্ষ আদালতে কর্মরত এক আইনজীবী আনাস তনবীর একটি টুইটের মাধ্যমে।

    তিনি জানান “উদুপিতে হিজাব বিষয়ে আমার ক্লায়েন্টদের সাথে দেখা করেছি। শীঘ্রই সুপ্রিমকোর্টে যাচ্ছি ইনশাআল্লাহ। এই মেয়েরা ইনশাআল্লাহ হিজাব পরার অধিকার প্রয়োগ করে তাদের শিক্ষা চালিয়ে যাবে। এই মেয়েরা আদালত ও সংবিধানে আশা হারায়নি।

    #হিজাব”

    উল্লেখ্য, এদিন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারক ঋতুরাজ অবস্তি জানিয়েছেন ”আমাদের মতে, কোনও মুসলিম মহিলার হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় আচরণের মধ্যে পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতেই পারে।”