কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে মৃত এক জঙ্গি; অভিযান চলছে এখনো

নতুন গতি নিউজ ডেস্ক: ফের কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম এক জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযান এখনও চলছে। নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

    ঠিক কি হয়েছিল? দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার চারসু এলাকা। আগে থেকেই খবর ছিল এখানে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। এরপরই সেখানে জঙ্গিবিরোধী যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলে তারা। বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। এরপরই সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।

    উল্লেখ্য, সাম্প্রতিককালে ভারতে জঙ্গি হামলার পর কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে। তারপরও নিয়মিত জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। যেনতেন প্রকারেণ এই ধরনের অনুপ্রবেশ রুখতে মরিয়া কেন্দ্রও।