উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া তূনমুল যুব কংগ্রেসের এক সভা হয়।

সংবাদদাতা : আগামী ২রা মার্চ সোমবার, মূখ্যমন্ত্রী নেত্রী মমতা ব্যানার্জি দলের সাংসদ, বিধায়ক, দলীয় নেতা, পৌরসভা এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে কলকাতার নেতাজী স্টেডিয়ামে এক সমাবেশ করবেন। নেত্রীর বাতা’ শুনতে যাওয়ার জন্য সকল প্রতিনিধি দের ইন্ডোরে ঢোকার অনুমতি কাড’ দিতে ও কিছু আলোচনা রাখতে আজ বুধবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে এক সভা হয়। উক্ত সভায় ভিডিও এর মাধ্যমে অল ইন্ডিয়া তূনমুল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জির বাতা’ সকলকে দেখানো ও শুনানো হয়। যুবরাজ অভিষেক ব্যানার্জি দলীয় কমী’দের কিভাবে চলতে হবে তার নিদে’শ দেন।
উক্ত সভার সভাপতি তথা হাওড়া গ্রামীন জেলা সভাপতি বিধায়ক পুলক রায় বলেন, নেত্রী মমতা ব্যানার্জি আগামী 2 রা মার্চ আমাদের চলার পথের নতুন নিশানা দেখাবেন ।ঐদিন সকাল 9টা 45 মিনিটের মধ্যে যারা ঢোকার অনুমতি পাচ্ছেন তারা অবশ্যই যাবেন। মন্ত্রী নির্মল মাঝি মমতা ব্যানার্জির কার্যকলাপের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন, তিনি বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের তূনমুল কংগ্রেস দল অত্যন্ত শক্তিশালী ।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি বলেন, বিশ্ববাংলার রুপকার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় এবং যুবরাজ সাংসদ অভিষেক ব্যানার্জির নিদে’শে দিদিকে বলো প্রোগ্রাম সহ সমস্ত প্রোগ্রাম দারুণ সাফল্য পেয়েছে ।তিনি প্রশান্ত কিশোরজীর সাংগঠনিক পদক্ষেপকে স্বাগত জানান ।বিধায়ক ইদ্রিশ আলি দিল্লীতে যে ঘটনা ঘটছে তার নিন্দা জানান এবং বিজেপির তীব্র সমালোচনা করেন ।আগামী উলুবেড়িয়া পৌরসভার নিবাচন সহ সমস্ত নিবাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদে তূনমুল কংগ্রেস জিতবে ।বিজেপি সহ বিরোধীরা ধুয়ে মুছে যাবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিধায়ক তথা গ্রামীন জেলার কো অডিনেটর বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক কালীপদ মন্ডল, বিধায়ক শীতল সদা’র, জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান শ্রী অভয় দাস, গ্রামীণ তূনমুল যুব কংগ্রেসের সভাপতি শ্রী সুকান্ত পাল।