|
---|
নিজস্ব সংবাদদাতা: কয়েক মুহূর্তের ভিডিওতে তছনছ হয়ে গিয়েছিল আমব্রেলা গার্ল এর জীবন। তার পরিবার সূত্রে জানানো হয়েছে প্রতিদিন তার চোখের জল পড়তো। তবে জীবন মানে থেমে থাকা নয়, যে কোনো পরিস্থিতির সাথে চ্যালেঞ্জ করে ঘুরে দাঁড়ানোর সার কথা হলো জীবন। সুদীপ্তা ওরফে আমরেলা গার্ল সেটাই করে দেখিয়েছে।
নদীয়ার একটি গার্লস স্কুলের ছাত্রী সুদীপ্তা। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে অনুত্তীর্ণ হয় সে। এরপর স্কুলের সামনে অকৃতকার্য হওয়া কয়েকজন ছাত্রী তাদের অভিযোগ জানায়। সুদীপ্তা একটি সংবাদ মাধ্যমের সামনে জানায় রাষ্ট্রবিজ্ঞানে তার লেটার মার্কস আছে, কিন্তু ইংরেজিতে তাকে অনুত্তীর্ণ করা হয়েছে।এরকম ফল প্রকাশের কারণে সে সন্তুষ্ট নয় । তারপরেই তাকে আমব্রেলা বানান করতে বলা হলে , সে বানান ভুল বলে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমশাল ট্রল হতে থাকে সে, তাকে নিয়ে রীতিমতো গান রচনা করা হয়।
মানসিক অবসাদে ভুগতে থাকে সে, কিন্তু এখান থেকে এসে আবার জীবনের মূল স্রোতে ঘুরে দাঁড়িয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটি কলেজে অনার্স পড়ছে।